Python variables কি ?
Python Variables হচ্ছে কম্পিউটারের মেমোরিতে অস্থায়ী তথ্য সংরক্ষণের পাত্র বা পাত্রের নাম , যা আমরা কম্পিউটারের মেমোরিতে যেকোনো অস্থায়ী তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকি। কোন একটা variable এ একবার তথ্য রেখে সেটা পুরো কোডজুরে বারবার ব্যাবহার করতে পারেন, মুল তথ্য(value) টি বারবার রাখার পরিবর্তে। Python এ variable ঘোষণা করতে হলে যেকোনো ইংরেজি বর্ণ (লেটার ) (a-z, A-Z) অথবা আন্ডারস্কোর ( __ )দিয়ে শুরু করতে হয়। Python এ variable এর নাম case sensitive.যেমন Python এর দৃষ্টিতে, a এবং A দুটি আলাদা ভেরিয়েবল। Variable নামে কোনো ফাঁকা (স্পেস) থাকা যাবেনা।যদি নাম একের অধিক হয় তাহলে “___”underscore (first_name) অথবা বড় হাতের অক্ষরে(firstName) লিখতে হবে। একটা variable এর মান স্ক্রিপ্টে যেকোন সময় পরিবর্তন হতে পারে। Python এ আপনাকে variable এর type ও ঘোষণা করতে হয় না। আমারা যখন কোনো variable এর value assign করি তখন এটি value এর উপর ভিত্তিকরে নিজ থেকেই type নির্ধারণ করে।
Python Variables এ value assignment
Variable এ value assign করার জন্য Python এ আপনাকে assignment Operator (=) ব্যবহার করতে হবে । চলুন নিচের উদাহরণ গুলোর দিকে লক্ষ্য করা যাক :
[datacamp_exercise lang=”python”] [datacamp_sample_code] a, c, str= 15, 15.4, “Araf” print(a) print (c) print(str) [/datacamp_sample_code] [/datacamp_exercise]উপরের উদাহরণে তিনটি এসাইনমেন্ট স্টেটমেন্ট লেখা হয়েছে। ভ্যরিয়েবল a variable এ integer 24 এসাইন করা হয়েছে।
একইভাবে, variable c এবং str-এর মধ্যে যথাক্রমে দশমিক সংখ্যা(floating point number) 23.6 এবং স্ট্রিং(অক্ষরের ক্রম) “Habib” এসাইন করা হয়েছে।
একটি single statement এ Multiple Variable Assignment
Python Language এ আপনি অনেক গুলো Variable Assignment একই statement এ রাখতে পারবেন। যেমন-
[datacamp_exercise lang=”python”] [datacamp_sample_code] a = b = c = “SAtech360”; print(b) [/datacamp_sample_code] [/datacamp_exercise]Python Constants কি ?
Python constants হচ্ছে Python Variables এর মতই কোনো একটা সাধারণ স্থায়ী Value বা মানের জন্য Identifier বা নাম, কনস্ট্যান্ট এর সাথে Variable এর মূল পার্থক্য হচ্ছে Constant কে একবার Define করলে আর পরিবর্তন করা যায় না অথবা দ্বিতীয়বার আর declare বা ঘোষণা করা যাবেনা। যেখানে Variable এর মান কে সমস্ত কোড জুড়ে যেকোনো জায়গায় পরিবর্তন করা যায়।
পাইথনে constant এর value assign করার নিয়ম:
পাইথনে, constant গুলি সাধারণত একটি মডিউলে declare এবং assign করা হয়। এখানে, মডিউল হল একটি নতুন ফাইল যাতে ভেরিয়েবল, ফাংশন ইত্যাদি থাকে যা মূল ফাইলে আমদানি করা হয়। মডিউলের ভিতরে, constant গুলি সব বড় অক্ষরে লেখা হয় এবং word গুলিকে পৃথক করার জন্য আন্ডারস্কোর ব্যবহার করা হয়।
চলুন constant.py নামে একটি মডিউল তৈরি করা যাক :
#constant.py
PI = 3.14
GRAVITY = 9.8
এবার আমরা main.py নামে একটি ফাইলে constant মডিউল টি কে নিচের মতো করে ব্যবহার করতে পারি।
import constant
print(constant.PI)
print(constant.GRAVITY)
নোট: বাস্তবতা হচ্ছে, আমরা পাইথনে constants ব্যবহার করি না। সবগুলো capital letter এ লেখার উদ্দেশ্য হচ্ছে তাদের নামকরণ ভেরিয়েবল থেকে আলাদা করার একটি convention , তবে, এটি আসলে reassignment কে বাধা দেয় না।