Laravel Framework এ routes কি?
সাধারণত ইংরেজি শব্দ route যাকে অনেক সময় আমরা বাংলায় বলি রুট যার অর্থ দাঁড়ায় গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তা। আর Laravel Application এ route হচ্ছে URL থেকে request গ্রহণ করে এবং application কে resource এর জন্য নির্দেশনা প্রদান করে। আরো সহজ ভাবে বলা যায় route হল আপনার অ্যাপ্লিকেশনের একটি request এর বিপরীতে কোন URL টি hit হবে? বা কোথায় থেকে কি response করবে তা নির্ধারণের একটি উপায়। Laravel 5.5 এ সব route গুলো routes ফোল্ডারে তৈরী করা থাকে। এর মধ্যে web application এর route সমূহ routes/web.php তে লিখা হয়। এবং API এর জন্য route সমূহ routes/api.php তে লিখা হয়। Laravel Framework এ route এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এক যায়গা থেকেই সমস্ত route কে নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ পরবর্তিতে route সম্পর্কিত যেকোনো ধরনের পরিবর্তন এখান থেকেই করতে পারবেন।
Laravel Route এর প্রাথমিক ধারণা
Laravel Route লিখার আগে আপনাকে PHP Anonymous Function, Closure এবং PHP Class এর Static Method সম্পর্কে ধারণা থাকা দরকার, আমরা ধরে নিলাম আপনি এই গুলো জানেন। তো আসা যাক কিভাবে route দিয়ে URL Request গুলো Manage করতে পারি। ধরুন আমাদের Web Application এ তিনটি পেজ আছে , সেগুলো যথাক্রমে Home, About এবং Contact. এখন Web Application ব্যবহারকারী এই তিনটি পেজ এর মধ্যে যাকে request করবে শুধু সংশ্লিষ্ট পেজটি response করবে। অনেকটা নিচের URL এর মত:
for Home page:
for About page:
for Contact page:
এখন এই তিনটি URL Request এর জন্য আপনি Laravel এর routes/web.php ফাইল এ ঠিক নিচের মত করে লিখতে পারেন।
Route::get('/', function (){
echo "<h2>This is Home Page</h2>;
});
Route::get('/about', function (){
echo "<h2> This is About Page</h2>";
});
Route::get('/contact', function (){
echo "<h2> This is Contact Page</h2>";
});
এখন আপনি আপনার ব্রাউজার এর Address bar এ http://localhost:8000 , http://localhost:8000/about এবং http://localhost:8000/contact লিখে hit করুন, তাহলে আপনার route ঠিক নিম্নের screenshot গুলোর মতো রেজাল্ট দেখাবে:
নোট: অবশ্যই ” php artisan serve ” command দিয়ে server run রাখতে ভুলবেননা।
ব্যাখ্যা: উপরোক্ত উদাহরণে আমরা Route class এর get() মেথডকে call করেছি। Route Class এর get() মেথডটি দুইটি Argument গ্রহণ করে। প্রথম Argument হিসেবে URL Path অর্থাৎ যেই URL এ hit করবে সেটি, এবং দ্বিতীয় Argument হিসেবে একটি Anonymous Function সাথে closure থাকতে পারে। যেমনঃ উপরোক্ত উদাহরণে আমাদের Home URL এর জন্য প্রথম আর্গুমেন্ট হিসেবে শুধু forward slash ( / ) ব্যবহার করি , যার দ্বারা Laravel route রুট ডোমেইনকে নির্দেশ করে। একই ভাবে About URL এর জন্য forward slash সাথে about (/about) এবং Contact URL এর জন্য forward slash সাথে contact(/contact) লিখি। আর তিনটি URL এর জন্যই দ্বিতীয় Argument হিসেবে একটি Anonymous Function ব্যবহার করি যার দ্বারা action কি হবে তা নির্ধারণ করি।
Laravel Route এবং URL Parameter নিয়ে কাজ
অবশ্যই, কখনও কখনও আপনাকে আপনার route মধ্যে URI এর segment গুলিকে receive বা capture করতে হবে। এটি করার জন্য Laravel Route এ দুটি উপায় আছে যার মাধ্যমে আপনি URL- এর মাধ্যমে পাঠানো Parameter গুলিকে Capture করতে পারেন।
- Required Parameters
- Optional Parameters
Required Parameters
অর্থাৎ আপনার URL এ অবশ্যই Parameter থাকতে হবে। ধরুন আপনাকে URL থেকে ইউজারদের নাম capture করতে হতে পারে । আপনাকে route এ Parameter define করে তা করতে হবে । একটি উদাহরণ দিয়ে যাক ।
// get the parameter of name
Route::get('students/{name}', function($name) {
echo 'Students Name is ' . $name;
});
এখন আপনার ব্রাউজারে, আপনি নিচের মতো করে student name এ access করতে পারেন।
আর যদি URL এ কোনো Parameter না দেন বা খালি রাখেন, Laravel আপনাকে নিচের Message টি দিবে :
“Sorry, the page you are looking for could not be found.”
একইভাবে আপনি একাধিক Required Parameter পাঠাতে পারেন, নিচের উদাহরণ লক্ষ্য করুন :
// get the parameter of name
Route::get('students/{name}/{age}', function($name,$age) {
echo "Students Name is $name and he is $age years old";
});
এখন আপনার ব্রাউজারে, আপনি নিচের মতো করে student name এবং তার age এ access করতে পারেন।
Optional Parameters
আপনি যদি আপনার URL এ এমন কিছু Parameter পাঠাতে চান , যা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই সব ক্ষেত্রে আপনাকে Laravel এর Optional Parameter System ব্যবহার করতে হবে। তখন URL এ এই প্যারামিটার গুলির থাকার আবশ্যকীয় নয়। আর এই Parameter গুলির নামের পরে “?” চিহ্ন দিতে হয়। নিম্নের কোডটি লক্ষ্য করুন :
Route::get('users/{name?}', function($name="Riyaj") {
echo 'User Name is ' . $name;
});
এখন আপনার URL এ যেই Parameter পাঠাবেন সেটা দেখাবে, অন্যথা default Parameter Riyaj দেখাবে।
একইভাবে আপনি একাধিক Optional Parameter পাঠাতে পারেন, নিচের উদাহরণ লক্ষ্য করুন :
Route::get('users/{name?}/{age?}', function($name="Riyaj",$age=25) {
echo "User Name is $name and He is $age years Old";
});
এখন আপনার ব্রাউজারে, আপনি নিচের মতো করে user name এবং তার age এ access করতে পারেন।
Larave Route এর মাধ্যমে MySQL Database Table থেকে Data Fetch করা :
Laravel Database table থেকে Data fetch করতে হলে আপনাকে প্রথমে Database এর host এর সাথে connect এবং Database Select করতে হবে। আর এর জন্য আপনাকে আপনার project এর root ফোল্ডারের .env ফাইল এ Database এর host, username, password এবং Database name বলে দিতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন :
Note: .env file edit করার পর অবশ্যই php artisan সার্ভার টি রিস্টার্ট দিতে হবে। অথবা “php artisan config:clear” এই command টি run করতে হবে।
এবার নিম্নের কোডটি routes/web.php তে লিখুন :
Route::get('/getall', function()
{
$fetchData = DB::select('select * from students');
echo "<pre>";
print_r($fetchData);
echo "</pre>";
});
এখন আপনি আপনার ব্রাউজার এর Address bar এ http://localhost:8000/getall লিখে hit করুন