PHP Control Structure পর্ব-৪: break, continue, goto

PHP তে break statement কি?

PHP অথবা যেকোনো Programming Language এ কোনো একটা নির্দিষ্ট condition true হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রোগ্রাম execution বন্ধ করা এবং program থেকে বের হওয়ার জন্য break statement ব্যবহৃত হয়। PHP তে break স্টেটমেন্ট PHP loop অথবা switch statement এ ব্যবহৃত হয়।

PHP তে break statement এর flow chart কি ?

PHP তে break statement এর Syntax কি ?

break;

PHP তে break statement কিভাবে কাজ করে ?

PHP তে break statement সাধারণত PHP loop অথবা switch statement এ ব্যবহৃত হয়।

PHP তে break statement এর উদাহরণ :

নিচের উদাহরণে $i এর মান যখন 6 হবে, প্রোগ্রাম তাৎক্ষণিক ভাবে তার execution বন্ধ করে দিবে। সুতরাং এখানে ফলাফল আসবে 1-5

<?php
for($i=1;$i<=10;$i++){
if($i==6){
break;
}
echo $i,"<br>";
}

এখানে নিচের উদাহরণে date function টি আজ সপ্তাহের কত তম দিন তা বের করবে , আর যখন কোনো একটা case এর সাথে match করবে break statement তাৎক্ষণিক ভাবে program এর execution বন্ধ করে দিবে।

<?php
$day= date('w');
//echo $day;
switch ($day) {
   case 1:
           echo "Today is Monday";
           break;
   case 2:
            echo "Today is Tuesday";
           break;
   case 3:
            echo "Today is Wednesday";
           break;
   case 4:
             echo "Today is Thursday";
           break;
   case 5:
            echo "Today is Friday";
           break;
   case 6:
            echo "Today is Saturday";
           break;
   default:
            echo "Today is Sunday";
           break;
}
?>

PHP তে continue statement কি?

PHP অথবা যেকোনো Programming Language এ কোনো একটা নির্দিষ্ট condition true হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রোগ্রাম execution skip করে পরবর্তী প্রোগ্রাম এ যাওয়ার জন্য continue statement ব্যবহৃত হয়।

PHP তে continue statement এর flow chart কি ?

PHP তে continue statement এর Syntax কি ?

continue;

PHP তে continue statement কিভাবে কাজ করে ?

PHP তে continue statement সাধারণত PHP loop এ ব্যবহৃত হয়। অর্থাৎ loop এর মধ্যে একটা নির্দিষ্ট condition true হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রোগ্রাম execution skip করে পরবর্তী প্রোগ্রাম এ যাওয়ার জন্য continue statement কাজ করে। নিচের ছবিটি লক্ষ্য করুন

PHP তে continue statement এর উদাহরণ :

নিচের উদাহরণে $i এর মান যখন 6 হবে, প্রোগ্রাম তাৎক্ষণিক ভাবে তার execution skip করে পরবর্তী প্রোগ্রামে যাবে । সুতরাং এখানে ফলাফল আসবে 1 2 3 4 5 7 8 9 10

<?php
for($i=1;$i<=10;$i++){
if($i==6){
continue;
}
echo $i,"<br>";
}

PHP তে goto statement কি?

PHP অথবা যেকোনো Programming Language এ কোনো একটা নির্দিষ্ট condition true হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে একটি Program এর control অন্য কোনো program এ transfer বা পাঠানোর জন্য goto statement ব্যবহৃত হয়।

PHP তে goto statement এর flow chart কি ?

PHP তে goto statement এর Syntax কি ?

goto label;
... .. ...
... .. ...
... .. ...
label: 
statement;
... .. ...

PHP তে goto statement কিভাবে কাজ করে ?

একটা নির্দিষ্ট condition true হওয়ার প্রেক্ষিতে goto দিয়ে একটা label সিলেক্ট করে এবং তাৎক্ষণিক ভাবে একটি Program এর control অন্য কোনো program এ transfer বা পাঠানোর হয়। নিচের ছবিটি লক্ষ্য করুন:

PHP তে goto statement এর উদাহরণ :

উদাহরণ ১:

<?php
goto a;
echo 'Foo';
  
a:
echo 'Bar';
?>

উপরোক্ত উদাহরণ আউটপুট হবে:

Bar

উদাহরণ ২:

<?php
for($i=0,$j=50; $i<100; $i++) {
  while($j--) {
    if($j==17) goto end; 
  }  
}
echo "i = $i";
end:
echo 'j hit 17';
?>

উপরোক্ত উদাহরণ আউটপুট হবে:

j hit 17

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *