PHP Object Oriented Programming পর্ব-২: Making and using of Class, Object, and Class Members

PHP তে class declare বা ঘোষণা করার নিয়ম কি?

PHP তে “class” keyword এর পর letter অথবা underscore দিয়ে class name শুরু করতে হয়। class name এর পর curly braces দিয়ে class শুরু করতে হয়, এবং curly braces দিয়ে class শেষ করতে। curly braces এর ভিতরের অংশকে বলা হয় class body . class name হিসাবে PHP এর reserved word দেওয়া যাবেনা। চলুন একটা উদাহরণ দেখা যাক :

<?php
class SimpleClass // class Declaration 
{ //class start
 
  /*..........
    Class Body
    .........*/
     
} //class end
?>

PHP তে class থেকে object তৈরির নিয়ম কি?

PHP তে class থেকে অবজেক্ট তৈরী করতে হলে class এর বাহিরে class এর নামের পূর্বে new keyword দিতে হয়। অর্থাৎ new className অথবা new className(). আর object কে যেই variable এ রাখা হয় তাকে object handler বলা হয়। নিচের উদাহরণ দেখুন :

<?php
class SimpleClass
{ //class start
 
  /*..........
    Class Body
    .........*/
     
} //class end
 
$objHandler=new SimpleClass(); // Object Call
?>

PHP তে class এর মধ্যে constant, property এবং method ঘোষণা করার নিয়ম কি?

PHP তে class এর মধ্যে constant, property এবং method ঘোষণা করতে হলে constant, property এবং method গুলোর নামের পূর্বে আপনার প্রয়োজন অনুসারে যেকোনো একটা visibility দিতে হয়। তবে constant এর বেলায় visibility ঐচ্ছিক বা optional.constant এ কোন visibility ঘোষণা না করলে বাই ডিফল্ট public থাকে। নিচের উদাহরণ দেখুন :

<?php
class SimpleClass
{
    public $var = 'a default value'; // public property declaration
    private const a="America"; // private constant Declaration
 
    // public method declaration
    public function displayVar() {
        echo $this->var;
    }
}
?>

PHP তে class এর মধ্যে অবস্থিত property, method এবং constant ব্যবহারের নিয়ম কি ?

PHP তে class এর মধ্যে অবস্থিত property, method এবং constant গুলো দুইভাবে ব্যবহৃত হতে পারে।

১. class এর বাহিরে।
২. class এর মধ্যে।

property, method এবং constant কে class এর বাহিরে ব্যবহার

PHP তে class এর মধ্যে অবস্থিত property, method এবং constant কে class এর বাহিরে দুইভাবে ব্যবহার করা যায়।

  • object handler বা object variable দিয়ে : PHP তে class এর মধ্যে অবস্থিত যেকোনো public Non-static property এবং public Non-static method কে class এর বাহিরে যেকোনো কাজে ব্যবহার করতে চাইলে সরাসরি object handler বা object variable দিয়ে ব্যবহার করা যায়। নিচের উদাহরণ দেখুন :
<?php
class SimpleClass
{
    // property declaration
    public $var = 'Hello Simple Class';
 
    // method declaration
    public function displayVar() {
        echo $this->var;
    }
}
$obj=new SimpleClass;
$obj->displayVar(); 
/*
access class method using Object Variable $obj
 Result: Hello Simple Class
*/
?>

“::” scope resolution operator PHP তে class এর মধ্যে অবস্থিত যেকোনো public static property, public static method এবং public constant কে class এর বাহিরে যেকোনো কাজে ব্যবহার করতে চাইলে “:: scope resolution operator” ব্যবহার করতে হয়। নিচের উদাহরণ দেখুন :

<?php
class SimpleClass
{
    // property declaration
    public $var = 'Hello Simple Class';
public const a="America";
 
    // Static method declaration
    public static function sayHello() {
        echo "Hello World";
    }
}
SimpleClass::sayHello();
echo SimpleClass::a;
/*
access class method using directly class name and scope resolution Operator ::
 Result: Hello World
*/
?>

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *