PHP OOP তে Object Serializing এবং unserializing কি?
বিভিন্ন PHP ভিত্তিক প্রজেক্ট ডেভেলপ করার সময় Object গুলোকে web forms, url এর মাধ্যমে pass করার জন্যে অথবা text file এবং Database এ সংরক্ষণ করার জন্য , অনেক সময় আমাদেরকে Object গুলোকে string এ convert বা রূপান্তর করার প্রয়োজন হয়। । PHP OOP তে Object কে string এ পরিবর্তন করার পদ্ধতিকে Object Serializing বলা হয়। এবং string কে Object এ পরিবর্তন করার পদ্ধতিকে Object Unserializing বলা হয়।
PHP OOP তে কিভাবে Object কে string এ রূপান্তর বা Serializing করা হয়?
PHP তে serialize() function দিয়ে Object কে string এ রূপান্তর করা হয়। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝা যাক:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 | <?php class Member { public $username = "" ; private $loggedIn = false; public function login() { $this ->loggedIn = true; } public function logout() { $this ->loggedIn = false; } public function isLoggedIn() { return $this ->loggedIn; } } $member = new Member(); $member ->username = "Farhan" ; $member ->login(); $memberString = serialize( $member ); echo "Converted the Member to a string: $memberString \n" ; ?> |
ব্যাখ্যা: লক্ষ্য করুন, আমরা একটা সাধারণ Member class তৈরী করি। এবং $username নামে একটি public এবং $loggedIn নামে private property তৈরী করি। এবং তিনটি public function যথাক্রমে login(), logout() এবং isLoggedIn() তৈরী করি। আমাদের script টি তারপর একটি নতুন Object তৈরি করে, আর “Farhan” নামে একটি user কে $username property তে সেট করি , এবং Login Method দিয়ে ইউজার “Farhan” কে লগ ইন করাই।
তারপর আমরা serialize() function কে কল করি এবং Member Object কে serialize() function এর মধ্যে Pass করাই। serialize () function টি Object এর একটি string return করে , যা আমরা $memberString এ সংরক্ষণ করি এবং page এ show করি।
PHP OOP তে কিভাবে String কে Object এ রূপান্তর বা Unserializing করা হয়?
PHP তে unserialize() function দিয়ে String কে Object এ রূপান্তর করা হয়। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝা যাক:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 | <?php class Member { public $username = "" ; private $loggedIn = false; public function login() { $this ->loggedIn = true; } public function logout() { $this ->loggedIn = false; } public function isLoggedIn() { return $this ->loggedIn; } } $member = new Member(); $member ->username = "Farhan" ; $member ->login(); $memberString = serialize( $member ); $member2 = unserialize( $memberString ); echo $member2 ->username . " is " . ( $member2 ->isLoggedIn() ? "logged in" : "logged out" ) . "<br>" ; |
ব্যাখ্যা: লক্ষ্য করুন আমাদের serialize() function দিয়ে তৈরী string কে unserialize function দিয়ে আবার object এ রূপান্তর করি এবং $member2 নামক ভ্যারিয়েবল এ রাখি। এখন আমরা $member2 Object variable হিসেবে ব্যবহার করি।
একটা বড় Object এর সব গুলো property এর পরিবর্তে নির্দিষ্ট কিছু property কে নিয়ে string এ convert বা serialize করার উপায় কি?
একটা বড় Object এর সব গুলো property এর পরিবর্তে নির্দিষ্ট কিছু property কে নিয়ে string এ convert বা serialize করতে চাইলে PHP তে __sleep() ম্যাজিক মেথড টি ব্যবহার করতে হয়। চলুন দুইটি উদাহরণ দিয়ে বিষয়টা বুঝা যাক :
__sleep() মেথড ব্যতীত serialize উদাহরণ :
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 | <?php class Member{ public $Name = "Sahab Uddin" ; public $Email = "sahab@gmail.com" ; public $mobile = "01777777777" ; public $address = "Dhaka,Bangladesh" ; } $member = new Member(); $memberString = serialize( $member ); echo $memberString ; ?> |
ব্যাখ্যা : লক্ষ্য করুন , আমাদের সব গুলো property সহ Object টি serialize string এ রূপান্তর হয়ে গেছে।
__sleep() মেথড সহ serialize উদাহরণ :
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 | <?php class Member{ public $Name = "Sahab Uddin" ; public $Email = "sahab@mail.com" ; public $mobile = "017777777777" ; public $address = "Dhaka,Bangladesh" ; public function __sleep(){ return [ "Name" , "Email" ]; } } $member = new Member(); $memberString = serialize( $member ); echo $memberString ; ?> |
ব্যাখ্যা : লক্ষ্য করুন , আমাদের সব গুলো property এর মধ্যে শুধু __sleep() এর মধ্যে যে property গুলো array এর মধ্যে দেওয়া আছে , শুধু সেগুলো string এ রূপান্তর বা serialize হয়েছে ।
একটি serialize string কে unserialize বা Object এ convert করার সময় Object টিকে reestablish বা re-initialization অর্থাৎ , যেমন: Database Connection , session start করা যাবে ?
একটি serialize string কে unserialize বা Object এ convert করার সময় Object টিকে reestablish বা re-initialization করতে চাইলে PHP তে __wakeup() ম্যাজিক মেথড টি ব্যবহার করতে হয়। চলুন একটি উদাহরণ দিয়ে বিষয়টা বুঝা যাক :
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 | <?php class Connection { protected $link ; private $dsn , $username , $password ; public function __construct( $dsn , $username , $password ) { $this ->dsn = $dsn ; $this ->username = $username ; $this ->password = $password ; $this ->connect(); } private function connect() { $this ->link = new PDO( $this ->dsn, $this ->username, $this ->password); } public function __sleep() { return array ( 'dsn' , 'username' , 'password' ); } public function __wakeup() { $this ->connect(); } }?> |