PHP তে Ternery Operator কি ?
অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুযায়ী Ternary শব্দের অর্থ হচ্ছে “তিনটি অংশে গঠিত”। নামের মতোই PHP তে Ternary Operator টি হচ্ছে একটি Conditional Operator যা তিনটি অংশে গঠিত , আর তা হচ্ছে: Condition ? Expression 1 : Expression 2. যদি condition true হয় , তাহলে Expression 1 রিটার্ন করবে অন্যথায় Expression 2 রিটার্ন করবে। Ternary Operator টি অনেকটা if….else স্টেটমেন্ট এর মতোই। চলুন নিচের উদাহরণ দুটি দেখা যাক :
উদাহরণ ১: Ternary Operator ছাড়া if…else দিয়ে condition চেক
<?php
$age = 19; //input by user
if($age > 17){
echo "Yes you are eligible";
}else{
echo "Sorry, not eligible";
}
?>
উদাহরণ ২: Ternary Operator দিয়ে condition চেক
<?php
$age=19;
echo ($age>17)?"Yes you are eligible":"Sorry, not eligible";
?>
উদাহরণ ৩: Ternary অপারেটর ছাড়া if…else দিয়ে variable এ Default value assign:
<?php
if (empty($_POST['action'])) {
$action = 'default';
} else {
$action = $_POST['action'];
}
?>
?>
উদাহরণ ৪: Ternary অপারেটর দিয়ে variable এ Default value assign:
<?php
$action = (empty($_POST['action'])) ? 'default' : $_POST['action'];
?>
PHP তে কি Nested Ternary Operator লেখা যায়:
হ্যাঁ লেখা যায়, তবে Nested Condition এর ক্ষেত্রে if ..elseif..n…else অথবা switch case ব্যবহার করা ই ভালো।
উদাহরণ ৫: Nested if…else :
<?php
$bTest1 = false;
$bTest2 = false;
if ($bTest1) {
if ($bTest2) {
echo 'test 1 true, test 2 true';
}
else {
echo 'test 1 true, test 2 false';
}
}
else {
if ($bTest2) {
echo 'test 1 false, test 2 true';
}
else {
echo 'test 1 false, test 2 false';
}
}
?>
ব্যাখ্যা :এখানে $bTest1 এর ডিফল্ট value false হওয়াতে, প্রথম if condition কাজ করবেনা এবং প্রোগ্রাম তখন else statement এ চলে যাবে। আবার else statement এ প্রথম if condition টি false হওয়ায় প্রোগ্রাম আবার else statement এ যাবে এবং ফলাফল প্রিন্ট করবে : test 1 false, test 2 false
উপরের কাজটি আমরা nested ternery operator দিয়েও করতে পারি।
উদাহরণ ৬: Nested Ternary Operator:
<?php
$bTest1 = false;
$bTest2 = false;
echo $bTest1?($bTest2?'test 1 true, test 2 true':'test 1 true, test 2 false'):($bTest2?'test 1 false, test 2 true':'test 1 false, test 2 false');
?>
PHP তে Null Coalescing Operator কি ?
PHP-7 থেকে যেকোনো Null বা ফাঁকা Variable এ নতুন value assign বা মান রাখার জন্য Null Coalescing Operator টি ব্যবহৃত হয়। নিচের উদাহরণ লক্ষ্য করুন :
উদাহরণ ১: Null Coalescing Operator ছাড়া if…else দিয়ে নতুন value assign
<?php
if (isset($_POST['action'])) {
$action = $_POST['action'];
} else {
$action = 'default';
}
?>
উদাহরণ ২: Null Coalescing Operator দিয়ে নতুন value assign
<?php
// Example usage for: Null Coalesce Operator
$action = $_POST['action'] ?? 'default';
?>
উদাহরণ ৩: Nesting null coalescing operator
<?php
$foo = null;
$bar = null;
$baz = 1;
$qux = 2;
echo $foo ?? $bar ?? $baz ?? $qux; // outputs 1
?>