PHP Variable Variables কি
যখন একটি Variable এর value হিসেবে অন্য আরেকটি Variable এর নামকে সংরক্ষণ করে, PHP এর পরিভাষায় এটাকে বলা হয় Variable Variables, অথবা আমরা বলতে পারি Variable Variables হচ্ছে একটি Variable এর মান ব্যবহার করে অন্য একটি Variable এর নাম ঘোষণা করার পদ্ধতি।। চলুন নিজের উদাহরণ দেখে আরেকটু ভালো ভাবে বুঝে নেয়া যাক :
<?php
$city = 'Dhaka';
?>
ব্যাখ্যা: উপরের PHP কোডে আমরা $city নামে একটা সাধারণ Variable ঘোষণা করি , এবং যার Value হচ্ছে Dhaka. এখন $city Variable এর Value, Dhaka কে যদি একটা Variable ($Dhaka) হিসাবে ঘোষণা করতে চাই । তাহলে $city Variable এর সাথে আমাদেরকে অতিরিক্ত $ চিহ্ন জুড়ে দিয়ে কাজটা করতে পারি। নিচের উদাহরণ লক্ষ্য করুন।
<?php
$city = 'Dhaka';
$$city="104 Square Miles";
echo "$city is the capital of Bangladesh<br>"; //Output: Dhaka is the capital of Bangladesh
echo "The size of $city is $Dhaka"; //Output: The size of Dhaka is 104 Square Miles
?>
ব্যাখ্যা: উপরের উদাহরণ লক্ষ্য করলে বুঝতে পারবেন , $Dhaka Variable টি আমাদের আগের $city Variable থেকে এসেছে। আর এর জন্য আমরা $city Variable কে $$city (double dollar sign) দিয়ে লিখেছি। আবার উপরের কোডে “$Dhaka” না লিখে “${$city} ” এভাবেও লিখতে পারেন। নিচের উদাহরণটি লক্ষ্য করুন ।
<?php
$city = 'Dhaka';
$$city="104 Square Miles";
echo "$city is the capital of Bangladesh<br>"; //Output: Dhaka is the capital of Bangladesh
echo "The size of $city is ${$city}"; //Output: The size of Dhaka is 104 Square Miles
?>
আপনি চাইলে এইভাবে আরো অনেক $ চিহ্ন (ডলার sign) ব্যবহার করতে পারেন, নিচের উদাহরণ লক্ষ্য করা যাক :
<?php
$Bar = "a";
$Foo = "Bar";
$World = "Foo";
$Hello = "World";
$a = "Hello";
$a; //Output: Hello
$$a; //Output: World
$$$a; //Output: Foo
$$$$a; //Output: Bar
$$$$$a; //Output: a
$$$$$$a; //Output: Hello
$$$$$$$a; //Output: World
//... and so on ...//
?>
আমরা variable variables কে নিচের উদাহরণের মতো করেও সাজাতে পারি :
<?php
$price_for_monday = 10;
$price_for_tuesday = 20;
$price_for_wednesday = 30;
$today = 'tuesday';
$price_for_today = ${ 'price_for_' . $today};
echo $price_for_today; // will return 20
?>